সিলেটটুডে ডেস্ক

২৬ আগস্ট, ২০১৮ ২০:২৮

চা শ্রমিকদের মজুরি ৩শ টাকা নির্ধারনের দাবিতে মিছিল ও সমাবেশ

চা শ্রমিকের দৈনিক মজুরি ৩০০ টাকাসহ ৭ দফা দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখা।  

রোববার (২৬ আগস্ট) বিকাল ৫টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিক্ষোভ মিছিলটি শহিদ মিনার প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়।

চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা সংগঠক নিপা মোধি’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা বাসদ সমন্বয়ক ও ফেডারেশনের উপদেষ্টা আবু জাফর, শ্রমিক ফ্রন্ট নেতা মামুন ব্যাপারি, ছাত্র ফ্রন্ট নেতা সঞ্জয় শর্মা, অমৃত মোহন্ত, ফেডারেশন-এর শিবু মোধি, বিজয় মোধি, রহিমা, কৃষ্ণ, ময়না মোধি, ভারতি মোধি, মনি, রত্না বৈষ্ণব প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, চা শ্রমিকের দৈনিক মজুরি ৩০০ টাকার কম হলে তা শ্রমিকদের সাথে প্রতারণার সামিল হবে। চুক্তির মেয়াদ দেড় বছরে আগে শেষ হয়ে গেলেও মালিকপক্ষের একগুয়েমির কারণে সাথে সাথে নতুন চুক্তি সম্পাদন  করা যায়নি।

বক্তারা, আগামীতে বাস্তবায়ন হওয়া দৈনিক মজুরি ৩০০টাকার কম হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে ঘোষণা করেন।

আপনার মন্তব্য

আলোচিত