কমলগঞ্জ প্রতিনিধি

২৭ আগস্ট, ২০১৮ ১৯:৫৮

কমলগঞ্জে দপ্তরী নিয়োগের ইন্টারভিউতে এসে এসএমসি সভাপতি আটক

মৌলভীবাজারের কমলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আউট সোর্সিংয়ের মাধ্যমে সৃজিত দপ্তরী কাম নৈশ প্রহরী পদে লোক নিয়োগের মৌখিক পরীক্ষা নিতে এসে নিয়োগ কমিটির সদস্য এক এসএমসি সভাপতিকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এই ঘটনাটি ঘটেছে।

কমলগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ছনগাঁও গ্রামের মৃত এন্তাজ মিয়ার পুত্র তুরন মিয়া (৫০) ছনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি। তিনি জায়গা দখল সংক্রান্ত মারামারির মামলার এজাহারভূক্ত পলাতক আসামী ছিলেন। সোমবার ছনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী পদে লোক নিয়োগের মৌখিক পরীক্ষা ছিল। এসএমসি সভাপতি হিসেবে তুরন মিয়া ঐ নিয়োগ কমিটির একজন সদস্য ছিলেন। তিনি সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা চত্বরে আসেন। তিনি পরীক্ষাকেন্দ্র উপজেলা পরিষদ সভাকক্ষে ঢুকার পূর্বেই গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক চম্পক দামের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে আটক করে।

সোমবার সন্ধ্যায় এ প্রতিনিধির সাথে আলাপকালে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক চম্পক দাম জানান, আটককৃত তুরন মিয়াকে সোমবার দুপুরে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতাদির হোসেন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত