সিলেটটুডে ডেস্ক

০৬ অক্টোবর, ২০১৮ ১৯:০৯

কানাইঘাটে নদী ভাঙন রোধে ১০ কিলোমিটার ব্যাপী মানববন্ধন

সিলেটের কানাইঘাটে সুরমা ও লোভা নদীর অব্যাহত ভাঙনে হুমকির মুখে পড়েছে ৭টি গ্রাম। ইতোমধ্যে কান্দেবপুর গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদীর ভাঙন দিন পর দিন তীব্র আকার ধারণ করায় হুমকির মুখে পড়েছে ৭টি শিক্ষা প্রতিষ্ঠান। বাপ-দাদার ভিটে মাটি রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় ১০কিলোমিটার ব্যাপী মানববন্ধন করেছেন স্থানীয় ভুক্তভোগীরা।

শনিবার (৬ অক্টোবর) দুপুরে নদী ভাঙ্গন কবলিত ডালাইচর থেকে আমরীখাল পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার ব্যাপী মানববন্ধনে এলাকাবাসী প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, নদী ভাঙন কবলিত এই এলাকায় প্রতিদিন নদী গর্ভে বিলীন হচ্ছে সুরমা ডাইকের রাস্তা ও বাড়িঘর। ভাঙন প্রতিরোধে দ্রুত সরকারি উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। সুরমা ও লোভা নদীর অব্যাহত ভাঙনে এলাকার বিভিন্ন গ্রামের ফসলী জমি, বাড়ি-ঘর, রাস্তা-ঘাট প্রতিদিন নদী গর্ভে বিলীন হচ্ছে। এব্যাপারে কোন ধরনের কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করায় নদী ভাঙনের সচিত্র সরকারের কাছে তোলে ধরার জন্য এ মানববন্ধন আয়োজন করা হয়েছে।

এসময় অব্যাহত নদী ভাঙন রোধে এ এলাকার ১০ কিলোমিটার নদী ভাঙ্গন কবলিত এলাকায় দ্রুত বেড়ি বাঁধ নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন।

নদী ভাঙন প্রতিরোধ কমিটির সভাপতি এডভোকেট আব্দুর রহিমের সভাপতিত্বে ও দক্ষিণ লক্ষীপ্রসাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমাছ উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী।

বক্তব্য রাখেন, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার কানাইঘাট সরকারি কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, কানাইঘাট পৌর মেয়র নিজাম উদ্দিন, কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ (চাকসু), সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি এম. এ হান্নান, চিত্রশিল্পী ভানু লাল দাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রিংকু চক্রবর্তী, স্থানীয় মুরব্বী ফরিদ উদ্দিন, কাউন্সিলর তাজ উদ্দিন।

এসময় ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জেমস্ লিও ফারগুসন নানকা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হক, মুক্তিযোদ্ধা মাষ্টার মঞ্জুর হোসেন, নদী ভাঙ্গন প্রতিরোধ কমিটির সহ সভাপতি বদরুল আলম চৌধুরী বাবু, উপজেলা যুবলীগের আহ্বায়ক এনাম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক শাহাব উদ্দিন, মাষ্টার নুরুল হোসেন, ব্যবসায়ী হোসাইন আহমদ, ছাত্রলীগ নেতা ইয়াহিয়া ডালিম, রেজোয়ান এইচ মিনু প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত