বড়লেখা প্রতিনিধি

১৮ নভেম্বর, ২০১৮ ২০:৩২

সমাপনী পরীক্ষা দেওয়া হলো না বড়লেখায় ঋতুর

মৌলভীবাজারের বড়লেখায় মোটর সাইকেলের ধাক্কায় ঋতু দে নামের এক স্কুল শিক্ষার্থী আহত হেয়েছ। সে এবছরের পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষার্থী ছিলো। দুর্ঘটনার কারণে রোববার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত পরীক্ষা সে দিতে পারেনি।

গত শনিবার (১৭ নভেম্বর) বেলা আড়াইটার দিকে উপজেলার সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বড়লেখা পৌরসভার হিনাইনগরের বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। তাকে বড়লেখার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঋতু উপজেলার হিনাইনগরের বিধু দে'র মেয়ে।

উপজেলার কেরামতনগর চা-বাগানের কারখানা ব্যবস্থাপক মাহমুদুল হাসান মাসুমের মোটর সাইকেলের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে।

ব্যবস্থাপক মাহমুদুল হাসান মাসুম রোববার বলেন, ‘খুব ধীরে মোটর সাইকেল চালাচ্ছিলাম। সোনাপুর মসজিদের কাছে হঠাৎ করে দৌড়ে আসলে মোটর সাইকেলের সাথে ধাক্কা লাগে। মসজিদের উপস্থিত মুসল্লিরাও দেখেছেন। ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। শনিবার রাতেও দেখতে গিয়েছি। আজকেও (রোববার) দেখতে যাবো। চিকিৎসায় যত ধরণের সহযোগিতা লাগে তা আমি করব।’

বড়লেখা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিজ মিয়া রোববার বলেন, ‘আমরা ওর পরিবারের লোকজনকে বলেছিলাম পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসতে। সিক বেডে পরীক্ষার ব্যবস্থা করা হবে। ওরা ক্লিনিকে পরীক্ষা নেওয়ার কথা বলে। এটাতো নীতিমালাতে নেই।’

আপনার মন্তব্য

আলোচিত