দিরাই প্রতিনিধি

০৯ জানুয়ারি, ২০১৯ ২১:৩৭

দিরাই পৌর কাউন্সিলরকে ম্যাসেঞ্জারের মাধ্যমে হুমকি ও চাঁদা দাবি

প্রতীকী ছবি

সুনামগঞ্জের দিরাই পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর এ বি এম মাসুম প্রদীপকে তার ফেসবুক আইডির ম্যাসেঞ্জারে সাবিহা খাতুন নামে একটি আইডি থেকে হুমকি দিয়ে ৭০ হাজার টাকা চাঁদা দাবি করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি নিজেই।

এ ব্যাপারে মাসুম প্রদীপ দিরাই থানায় একটি জিডিও করেছেন (জিডি নং ৩১৬ তারিখ ০৮-০১-১৯)।

ভুক্তভোগী মাসুম প্রদীপ বলেন, "কয়েক দিন ধরে সাবিহা নামের আইডি থেকে আমার আইডির ম্যাসেঞ্জারে আপত্তিকর ম্যাসেজ দিচ্ছে, গত মঙ্গলবার আমার কাছে ৭০ হাজার টাকা দাবি করে এবং টাকা না দিলে সে আমার ছবি এডিট করে আপত্তিকর ছবি বানিয়ে ফেসবুকে ভাইরাল করে আমার সামাজিক ও রাজনৈতিক সম্মান নষ্ট করবে বলে হুমকি দেয়। এ ঘটনা জানিয়ে আমি দিরাই থানায় জিডি করেছি।"

এ ব্যাপারে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, "একটি চক্র আছে যারা ফেইক আইডি বানিয়ে সম্মানী লোকদের মানহানি করতে চায়, আমরা বিষয়টি গুরুত্বের সাথে দেখছি।"

আপনার মন্তব্য

আলোচিত