Advertise

নিজস্ব প্রতিবেদক

১০ জানুয়ারি, ২০১৯ ২১:১৫

মেজরটিলায় বাস চাপায় মোটর সাইকেল আরোহী নিহত, সড়ক অবরোধ

সিলেট-তামাবিল সড়কের মেজরটিলায় বাস চাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সরওয়ার আহমদ (২০) মেজরটিলার দিপিকা আবাসিক এলাকার বাসিন্দা। এ দুর্ঘটনায় আরও একজন আহত হন।

এদিকে দুর্ঘটনার পরপরই স্থানীয় উত্তেজনা জনতা সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে রাখে। তারা ঘাতক হানিফ পরিবহনের বাসটিও আটকে রাখে। অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এই সড়কে দীর্ঘ যানজট লেগে যায়।

নগরীর শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন একজন নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধ সরিয়ে নেওয়া চেষ্টা করছে।

আপনার মন্তব্য

আলোচিত