ছাতক প্রতিনিধি

২৫ জানুয়ারি, ২০১৯ ২৩:২৪

ছাতকের গোবিন্দগঞ্জে গ্রামীণফোন নেটওয়ার্ক বিভ্রাটের প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জের ছাতকের গোবিন্দগঞ্জে গ্রামীণফোন নেটওয়ার্ক বিভ্রাটে অতিষ্ট হয়ে গ্রাহকরা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে।

শুক্রবার (২৫জানুয়ারি) বিকেলে গেবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচী পালন করে গ্রাহকরা। উপজেলার প্রত্যন্ত অঞ্চলসহ শহর এলাকায়ও নেটওয়ার্ক সমস্যায় অতিষ্ট হয়ে গ্রাহকরা বিক্ষোব্ধ হয়ে উঠে। মানববন্ধনে গোবিন্দগঞ্জ ক্রিকেট ক্লাব সমিতি, সোনালি অতীত ফুটবল ক্লাব, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমাজ, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি, উপজেলা মানবাধিকার কাউন্সিল, নির্মাণ শ্রমিক সমবায় সংগঠন, একতা ইলেকট্রিক সমিতিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ স্ব-স্ব ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধন চলাকালে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। শিক্ষক পংকজ দত্তের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, গ্রাহক ফারুক আহমদ সরকুম, আব্দুল কাহার, ছায়াদ মিয়া, শিক্ষক রহুল ইসলাম, রেজ্জাদ আহমদ, আমিরুল ইসলাম, আবু তাহের, দেবানন্দ দাশ, পিংকু দাশ, খলিলুর রহমান, মিজানুর রহমান, নুর মিয়া, আখলিছ আলী, পিংকু দাস, শিক্ষক সহিদুল ইসলাম, নিখিল চন্দ্র দাস, পরেশ চন্দ্র দাস, মহিম উদ্দিন, পিংকু দত্ত, আখতার আহমদ, এসআর রাজু, আমিনুর রহমান দুর্জয়, জমির উদ্দিন, ব্যবসায়ী কয়েছ আহমদ, মুহিবুর রহমান মেম্বার, বিধান দে, কাওসার আহমদ, ফয়সল আহমদ, রাসেল আহমদ প্রমুখ।

বক্তারা গ্রামীণফোনের নেটওয়ার্ক দ্রত ডেভোলাপ করার দাবী জানিয়ে বলেন আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে নেটওয়ার্কের উন্নতিকরণ পরিলক্ষিত না হলে গ্রামীণ সীম ব্যবহার থেকে বিরত থাকাসহ কোম্পানীর বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলা হবে বলে হুমকী প্রদান করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত