সিলেটটুডে ডেস্ক

২৪ ফেব্রুয়ারি , ২০১৯ ২৩:৫৪

ব্যাংকারদের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস আরও বৃদ্ধি করতে হবে: আরিফুল হক

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশের ব্যাংকিং সেক্টরের রয়েছে আলাদা সুনাম ও ঐতিহ্য। সততা, নিষ্ঠা, নৈতিকতা বোধ ও আন্তরিকতা দিয়ে এই সুনাম ও মর্যাদা ধরে রাখতে হবে।

তিনি রোববার সন্ধ্যায় সিলেটে পূবালী ব্যাংকের দু’দিনব্যাপী বার্ষিক ব্যবস্থাপক সম্মেলনের সমাপনী দিনে সুধীবৃন্দের সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা কালে এসব কথা বলেন। মেয়র বলেন, ব্যাংকারদের প্রতি মানুষের যে আস্থা ও বিশ্বাস রয়েছে তা আরও বৃদ্ধি করতে  হবে। তিনি সিলেটের ব্যবসায়ীদের উন্নয়নে তাদের গৃহিত বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ বাড়াতে পূবালী ব্যাংক কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। শহরতলীর চন্ডীপুলস্থ কুশিয়ারা আন্তর্জাতিক কনভেনশন হলে আয়োজিত এই অনুষ্ঠানে আগত সিলেটের সুধীজনদের স্বাগত জানান ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাবিবুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন, পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মনির উদ্দিন আহমদ ও সৈয়দ মোয়াজ্জেম হুসাইন, পরিচালক মঞ্জুরুর রহমান, ফাহিম আহমদ ফারুক চৌধুরী, কবিরুজ্জামান ইয়াকুব, রুমানা শরীফ, আরিফ এ চৌধুরী, আসিফ এ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হালিম চৌধুরীসহ ব্যাংকের অন্যান্য নির্বাহীবৃন্দ।

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের সাবেক পরিচালক ও সাবেক সংসদ সদস্য শফি আহমদ চৌধুরী, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, ভৈরব পৌরসভার সাবেক মেয়র শাহীন আহমদ, ইউপি চেয়ারম্যান শেখ মখন মিয়া, ইউপি চেয়ারম্যান হাবিব হোসেন, ইউপি চেয়ারম্যান এইচ এম খলিল, বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক শান্তনু কুমার রায়, পার্কভিউ’র চেয়ারম্যান ডা. আব্দুল হাই, আওয়ামীলীগ নেতা এডভোকেট নিজাম উদ্দিন, রোটারির সাবেক ডিষ্ট্রিক্ট গভর্ণর ডা. মঞ্জুরুল হক চৌধুরী, বিশিষ্ট চিকিৎসক ডা. কামাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী এজাজ আহমদ চৌধুরী, আমিরুজ্জামান চৌধুরী দিলু, আব্দুল আহাদ, অধ্যক্ষ জিল্লুর রহমান সুয়েব, অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার প্রমুখ।
 
এর আগে সম্মেলনের সমাপণী দিনে ব্যবসায়ীক আলোচনায় অংশ নেন ব্যাংকের বিভিন্ন অঞ্চল ও বিভাগ প্রধানবৃন্দ। উপস্থিত নির্বাহীবৃন্দ এসময় তাদের বক্তব্য শুনেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। তারা সিলেটে দ্বিতীয়বারের মতো ব্যাংকের বার্ষিক এ সম্মেলন  সফলভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

আপনার মন্তব্য

আলোচিত