সিলেটটুডে ডেস্ক

২৬ ফেব্রুয়ারি , ২০১৯ ১৯:২০

১০০ শিশুর আঁকা ছবি নিয়ে শুরু হয়েছে ‘কিডস আর্ট ফেয়ার’

সিলেট আর্ট এন্ড অটিজম ফাউন্ডেশনের আয়োজনে ১০০ জন শিশুর আঁকা ছবি নিয়ে নগরে শুরু হয়েছে ‘কিডস আর্ট ফেয়ার-২০১৯’।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় নগরের কুমারপাড়াস্থ শাহ আলম গ্যালারি অব ফাইন আর্টসে এই প্রর্দশনির উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক ও সিলেট আর্ট এন্ড অটিজম ফান্ডেশনের সভাপতি এম কাজী এমদাদুল ইসলাম।

উদ্বোধন শেষে শিশু শিল্পীদের উদ্দেশ্য জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেন, আমি মুগ্ধ  হয়েছি তোমাদের প্রতিটি ছবি দেখে। সবার ছবি সুন্দর।  আমি বলতে চাই তোমাদের ছবি যেমন সাজানো আগামীতে তোমরা আমাদের বাংলাদেশকেও তেমনি সাজিয়ে দিবে।

অনুষ্টানে বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন প্রবীন চিত্র শিল্পী অরবিন্দ দাশ গুপ্ত, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব নীলাঞ্জন দাশ টুকু ।

প্রদর্শনিতে অংশ নেয় সিলেট, মৌলভিবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ঢাকা, নরাইল, রংপুর, ব্রাম্মনবাড়ীয়া, কুমিল্লা সহ ১৩ টি জেলার শিশু শিল্পীরা।  প্রর্দ শনিতে ১২জন  বিশেষ শিশুর ছবিও প্রর্দশনিতে স্থান পেয়েছে।

আগামি ১ মার্চ পর্যন্ত চলবে ‘কিডস আর্ট ফেয়ার’। প্রর্দশনি প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে ।

আপনার মন্তব্য

আলোচিত