হবিগঞ্জ প্রতিনিধি

২৬ ফেব্রুয়ারি , ২০১৯ ২২:০১

হবিগঞ্জে দুই ইটভাটার মালিককে জরিমানা

হবিগঞ্জের চুনারুঘাটে দুই ইটভাটার মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে অধিদপ্তরের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ ও র‌্যাব-৯ এর উদ্যোগে যৌথ ভাবে এ অভিযান পরিচালনা করা হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ বলেন, চুনারুঘাট উপজেলার আশপাশে অপরিকল্পিত ভাবে বেশ কিছু ইটভাটা গড়ে উঠেছে। এরই প্রেক্ষিতে উপজেলার বেশ কিছু এলাকায় অভিযান চালানো হয়। এসময় দুইটি ইটভাটায় তৈরীকৃত ইটে দৈর্ঘ্য ও পরিমাপে কারচুপির প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৯ ধারায় ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও পৌর এলাকায় পাল সুইটস নামে একটি মিষ্টি দোকানে অস্বাস্থ্যকর ভাবে খাবার পরিবেশন করার দায়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরবর্তিতে আর এমন অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টিসহ খাবার উৎপাদন করবে না বলে মুচলেকা নেওয়া হয়।

অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন কোম্পানী কমান্ডার এএসপি মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে র‌্যাব-৯ এর একটি টিম।

আপনার মন্তব্য

আলোচিত