নিজস্ব প্রতিবেদক

২৮ ফেব্রুয়ারি , ২০১৯ ১৭:৫৩

সিলেট নগরী থেকে গাঁজাসহ নারী আটক

সিলেট নগরীর ভার্থখলা থেকে দেড়কেজি গাঁজাসহ সুফিয়া বেগম (৬০) নামের এক নারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এবং মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার সঞ্জয় সরকারের নির্দেশনায় ভার্থখলার শফিক মিয়ার কলোনীতে অভিযান চালানো হয়।

অভিযানের নেতৃত্বে থাকা এসআই মাহবুব আলম মন্ডল জানান, সন্দেহভাজন হিসেবে সুফিয়া বেগমকে আটকের পর তার স্বীকারোক্তিতে মাটির গর্তে লুকিয়ে রাখা দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটক সুফিয়া বেগমের মূল বাড়ি কুমিল্লা জেলার মবুজি গ্রামে। দীর্ঘদিন ধরে সিলেট শহরে গাঁজার ব্যবসা করে আসছেন বলে জানান মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার সঞ্জয় সরকার।

মাদক মামলায় এই নারী আগেও জেল খেটেছেন। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
সঞ্জয় সরকার জানান, সিলেট মহানগর পুলিশের কমিশনার গোলাম কিবরিয়ার সরাসরি তত্ত্বাবধানে সিলেটে মাদক বিরোধী গোয়েন্দা অভিযান পরিচালিত হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক সুফিয়া বেগমকে থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আপনার মন্তব্য

আলোচিত