বালাগঞ্জ প্রতিনিধি

২৮ ফেব্রুয়ারি , ২০১৯ ২২:৩২

বালাগঞ্জে প্রতীক পেয়েই প্রচারণায় প্রার্থীরা

বালাগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জনসহ ১২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। বৃহস্পতিবার জেলা রিটানিং অফিসারের কার্যালয় থেকে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ করা হয়।

প্রতিক পেয়েই প্রার্থীরা সামাজিক যোগাযোগের মাধ্যমে তাদের নিজ-নিজ প্রতিকের পরিচিতি জানান দিয়ে আনুষ্টানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করতে দেখা গেছে। যদিও এর আগে মনোনয়ন দাখিলের পর থেকেই প্রার্থীরা গণসংযোগে ব্যস্থ সময় পার করেছেন।

বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গোলাম রব্বানী (আনারস), জেলা বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী আবদাল মিয়া (ঘোড়া), ও আব্দুর রহিম (লাঙ্গল) প্রতিক পয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে- জেলা যুবলীগ নেতা সামছ উদ্দিন সামছ (চশমা), উপজেলা আওয়ামীলীগ নেতা হুমায়ুন রশিদ চৌধুরী (টিউবওয়েল), মোস্তাক উদ্দিন আহমদ (তালা), শেখ নুরে আলম (মাইক), সুজিত গুপ্ত বাচ্চু (বাল্ব), মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেবু আক্তার মণি (ফুটবল), কুলছুমা বেগম (পদ্ম ফুল) ও সুপ্তি রানী দাস (কলস) প্রতিক পেয়েছেন।

প্রসঙ্গত, ৫ম উপজেললা পরিষদ নির্বাচনের ২য় পর্যায়ের ঘোষিত তফসিল অনুযায়ী বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীরা ১৮ ফেব্রুয়ারি মনোনয়ন দাখিল দাখিল করেন। ২০ফেব্রুয়ারি মনোনয়ন যাচাই-বাছাই, ২৭ ফেব্রুয়ারি প্রত্যাহার ও ২৮ ফেব্রুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত