নবীগঞ্জ প্রতিনিধি

০১ মার্চ, ২০১৯ ১৪:৫০

নবীগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত

'ভোটার হব, ভোট দেব'- এ প্রতিপাদ্যকে সামনে রেখে নবীগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে শুক্রবার (১ মার্চ) সকালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রথমে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পল্লী জীবিকায়ন প্রকল্প কর্মকর্তা শাকিল আহমেদের সভাপতিত্বে ও নবীগঞ্জ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সহ-সভাপতি আলী আমজদ মিলনের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাকসুদুল আলম, নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না, নির্বাচন অফিসের সহকারী মনিরুল ইসলাম, সুমন দাস প্রমুখ।

উল্লেখ্য, ‘গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে’ ১ মার্চকে ‘জাতীয় ভোটার দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয় মন্ত্রীসভা। এরই প্রেক্ষিতে ১ মার্চ প্রথমবারের মতো সারা দেশে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত