বিয়ানীবাজার প্রতিনিধি

০১ মার্চ, ২০১৯ ২১:২৬

বিয়ানীবাজারে জাতীয় ভোটার দিবস পালিত

‘ভোটার হব, ভোট দেব’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিয়ানীবাজারে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে শুক্রবার (১ মার্চ) সকালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বিয়ানীবাজার পৌরশহরে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে র‌্যালিটি পৌরশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা সহকারি শিক্ষা অফিসার মাসুম মিয়া’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মোঃ আব্দুস শুকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আরিফুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার সৈয়দ কামাল হোসেন প্রমুখ।

উল্লেখ্য, ‘গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে’ ১ মার্চকে ‘জাতীয় ভোটার দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয় মন্ত্রীসভা। এরই প্রেক্ষিতে ১ মার্চ প্রথমবারের মতো সারা দেশে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত