নিজস্ব প্রতিবদেক

০৩ মার্চ, ২০১৯ ১৬:১৭

অব্যাহতি নেওয়া ডালিমকে বহিস্কার করলো বিএনপি

সিলেট সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় ২৭ ফেব্রুয়ারি সিলেট জেলা বিএনপির উপদেষ্ঠাসহ দলের সকল পদ থেকে অব্যাহতি নেন মাজহারুল ইসলাম ডালিম। অথচ অব্যাহতি নেওয়ার দুদিন পর দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগ এনে তাকে দল থেকে বহিস্কার করেছে বিএনপি। শনিবার (২ মার্চ) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ডালিমকে বহিস্কার করা হয়।

প্রেস বিজ্ঞপিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ থাকার অভিযোগে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) মোতাবেক দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ পদবী থেকে মাজহারুল ইসলাম ডালিমকে বহিস্কার করা হয়েছে।

এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিলেও দলীয় নির্দেশণা উপেক্ষা করে সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হয়েছেন ডালিম। নির্বাচন করতে গত বুধবার (২৭ ফেব্রুয়ারি) বিএনপি থেকে অব্যহতি নেন তিনি। ওইদিনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক বররাবর অব্যাহতিপত্র প্রেরণ করেছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত