শ্রীমঙ্গল প্রতিনিধি

০৮ মার্চ, ২০১৯ ১৪:৫৭

শ্রীমঙ্গল প্রেসক্লাবের ৭ই মার্চ উদযাপন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গণে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শামীম আক্তার হোসেন। সভা পরিচালনা করেন উপজেলা প্রেসক্লাবের সদস্য প্রিতম পাল।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল মুক্তিযোদ্ধা সংসদের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক কমান্ডার প্রমোদ রঞ্জন দেবনাথ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার। এসময় আরও বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক রজত শুভ্র চক্রবর্তী, মানবাধিকার কর্মী এস কে দাশ সুমন, উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক শফিকুল ইসলাম রুম্মন, সাংগঠনিক সম্পাদক কাউছার আহমেদ রিয়ন।

সভায় আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা যুবলীগের সহ সম্পাদক উমর ফারুক নোমান, লেখক ও সাংবাদিক শিমুল তরফদার, হৃদয় দাশ শুভ, আল ইব্রাহীম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের এইদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে ইতিহাসের দৃষ্টান্ত স্থাপনকারী এই ভাষণটি দেন। মাত্র বাইশ মিনিটের ওই ভাষণে তিনি গোটা বাঙালির প্রাণের সমস্ত আকুতি ঢেলে দিয়ে ছিলেন। তা ছিল অধিকার বঞ্চিত বাঙালির শত শত বছরের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। তাই বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে ৭ই মার্চ এক ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে বলে এসময় বলেন বক্তারা।

আপনার মন্তব্য

আলোচিত