গোলাপগঞ্জ প্রতিনিধি

১৮ মার্চ, ২০১৯ ১৩:২৯

গোলাপগঞ্জে শান্তিপূর্ণ ভোটে উপস্থিতি কম

সিলেটের গোলাপগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনের (দ্বিতীয় দফা) ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে।

সোমবার (১৮ মার্চ) সকাল ৮টায় ১০২টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়ে একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

বেলা ১টা পর্যন্ত কেন্দ্রগুলোতে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে ভোটার উপস্থিত একেবারেই কম। দুপুরের পর ভোটার উপস্থিতি বাড়বে বলে আশাবাদী প্রার্থীরা।

এদিকে সকালে ফুলবাড়ি ইউনিয়নের বরায়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হিলালপুর কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগ প্রার্থী এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।

এ সময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট চান তিনি।

একই ইউনিয়নের হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী, এডভোকেট মাওলানা রশিদ আহমদ। সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেন তিনি।

ভাদেশ্বর ইউনিয়নের মীরগঞ্জ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন ইসলামী ঐক্যজোটের প্রার্থী জাহির উদ্দিন।

দুপুর ১২টায় মীরগঞ্জ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, এ কেন্দ্রে ৮টি বুথে ভোট গ্রহণ চলছে। একজন-দুজন ভোটার আসলেও কোন বুথের বাইরে নেই লাইন।

কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা জুলহাস মিয়া বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। এখন ভোটারের উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতিও বাড়তে পারে বলে আশা করেন তিনি।

এছাড়াও আমুড়া ইউনিয়নের আমনিয়া ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঘা ইউনিয়নের গোলাপনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর ইউনিয়নের শেরপুর-খলাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়েও দেখা যায় ভোটারশূন্য। কর্মকর্তারা অলস সময় কাটাচ্ছেন।

রনকেলী ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ভোট দিতে আসা ইয়াগুল গ্রামের ভোটার আফজল হোসেন বলেন, ভোট দেয়া নাগরিক দায়িত্ব। তাই ভোট দিতে আসলাম। যারা ব্যবসা করে তারা সকালে ভোট দিতে এসেছে। অনেকে কৃষি কাজ করছে, দুপুরে ভোট দিতে আসবে।

এ উপজেলায় নির্বাচনে তিনজন চেয়ারম্যান প্রার্থী, চারজন ভাইস চেয়ারম্যান প্রার্থী ও তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী (নৌকা প্রতীক), স্বতন্ত্র প্রার্থী এডভোকেট মাওলানা রশিদ আহমদ (আনারস প্রতীক), ইসলামী ঐক্যজোটের প্রার্থী জহির আহমদ (মিনার প্রতীক)।

ভাইস চেয়ারম্যান পদে বুধবারীবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরিফ উদ্দিন শরফ ঘোষণা দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করলে এ উপজেলা বর্তমানে ভোটের মাঠে রয়েছেন গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ (বৈদ্যুতিক বাল্ব প্রতীক), যুবলীগ নেতা শাহিন আহমদ ( উড়োজাহাজ প্রতীক), সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মনসুর আহমদ (বই প্রতীক), পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিপন (তালা প্রতীক) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সিলেট মহানগর যুব মহিলা লীগের সভাপতি, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শীলা (ফুটবল প্রতীক), মাছুমা সিদ্দিকা (পদ্ম ফুল প্রতীক) ও নার্গিস পারভীন (কলস প্রতীক) ভোটের মাঠে রয়েছেন।

গোলাপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাঈদুর রহমান বলেন, পুরো উপজেলায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গোলাপগঞ্জ উপজেলায় মোট ভোটার ২ লাখ ২২ হাজার ৫০০ জন। পুরুষ ১ লাখ ১১ হাজার ৫২৫ জন ও মহিলা ১ লাখ ১০ হাজার ৯৭৫ জন। ভোটকেন্দ্র ১০২টি। ভোট কক্ষ ৫৫৬টি। এ উপজেলায় স্থায়ী ভোট কক্ষ রয়েছে ৪৯৬টি ও অস্থায়ী ভোট কক্ষ ৬০টি। একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন গঠিত এই উপজেলায় দায়িত্বে আছেন ১০২ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৫৫৬ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ১ হাজার ১১২ জন পোলিং কর্মকর্তা।

আপনার মন্তব্য

আলোচিত