শ্রীমঙ্গল প্রতিনিধি

১৯ মার্চ, ২০১৯ ১৮:৪৯

শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী কথক ও সৃজনশীল নৃত্য কর্মশালা শুরু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী কথক ও সৃজনশীল নৃত্য কর্মশালা।

মঙ্গলবার (১৯ মার্চ) বিকালে শ্রীমঙ্গল নৃত্যালয়ের আয়োজনে শহরের উকিলবাড়ি সড়কে নৃত্যালয় কার্যালয়ে কর্মশালার উদ্বোধন করেন মৌলভীবাজার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা বিনেন্দু ভৌমিক।

এসময় বক্তব্য দেন প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, শ্রীমঙ্গল সাংস্কৃতিক একাডেমীর পরিচালক বিকুল চক্রবর্তী, ইন্যার হুইল ক্লাব অব শ্রীমঙ্গল এর সভাপতি রীতা দত্ত, মানবাধীকার কর্মী এস দাশ সুমন, নৃত্যালয়ের পরিচালক দ্বীপ দত্ত আকাশ প্রমুখ।

পাঁচ দিনব্যাপী কর্মশালায় ঢাকার মানচিত্র এর পরিচালক লাবন্য সুলতানা, মানচিত্রের ম্যানেজিং ডাইরেক্টর রইজুল ইসলাম প্রশিক্ষক হিসেবে রয়েছেন।

নৃত্যালয়ের পরিচালক দ্বীপ দত্ত আকাশ বলেন, নৃত্যালয়ের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছে। এই কর্মশালার মাধ্যমে তারা আরও পারদর্শী হতে পারবে।

আপনার মন্তব্য

আলোচিত