মৌলভীবাজার প্রতিনিধি

৩০ মার্চ, ২০১৯ ২২:০৯

মাম’র পানিতে ময়লা ও শ্যাওলা

পারটেক্স গ্রুপের মালিকানাধীন বোতলজাত মিনারেল ওয়াটার "মাম" এর বোতলে ময়লা এবং শ্যাওলা পাওয়া গেছে।

শুক্রবার মৌলভীবাজার পৌর শহরের একটি ফার্মেসির পানিতে ময়লা ও শ্যাওলা পাওয়া যায়। ওই ফার্মেসি কর্তৃপক্ষ স্থানীয় এজেন্টের কাজ থেকে ১ বাক্স (২৪ বোতল) পানি ক্রয় করলে ওই পানির বোতলের মধ্যে ময়লা এবং শ্যাওলা দেখতে পেয়ে তা বিক্রি না করে আলাদা করে রেখে গণমাধ্যম কর্মীদের খবর দেন।

ওই ফার্মেসির সত্ত্বাধিকারী সেলিম আহমদ জানান, আমি যখন এরকম ময়লা পেলাম তখন পরিচিত গণমাধ্যমকর্মীদের জানালাম এবং বিক্রি না করে তা আলাদা করে রেখে দিয়েছি।

এ বিষয়ে মাম পানির স্থানীয় এজেন্ট ইমরান ব্রাদার্সের ম্যানেজার রিপন জানান, পানির ভেতর এরকম কিছু থাকার কথা না। তবে এই রকম কিছু পেলে আমরা অবশ্যই ওই বোতলগুলো বাজার থেকে তুলে নেবো।

আপনার মন্তব্য

আলোচিত