ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি

০৯ এপ্রিল, ২০১৯ ১৯:১৮

ফেঞ্চুগঞ্জে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

সিলেটের ফেঞ্চুগঞ্জে কালবৈশাখী ঝড়ে বোরো ধান, গাছপালা ও কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের কারণে পুরো উপজেলায় বিদ্যুৎ বিপর্যয় রয়েছে বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) ফেঞ্চুগঞ্জ উপজেলায় সকাল সাড়ে দশটায় হঠাৎ অন্ধকার হয়ে প্রচন্ড বেগে ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাত শুরু হয়। আধাঘন্টা স্থায়ী হয় এই ঝড়।

জানা যায়, এই ঝড়ে উপজেলাজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অসংখ্য কাঁচা বাড়িঘর গাছ পালা, দোকান পাট, পোল্ট্রি খামার, আধা পাকা ঘর ভেঙ্গে পড়ে। লণ্ডভণ্ড হয়ে যায় গাছপালা। ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। এসময় বজ্রপাতে তিনজনের মৃত্যুও হয়েছে।

ফেঞ্চুগঞ্জ উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান জানান, তাৎক্ষণিকভাবে ফসলের ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে আবহাওয়া অধিদপ্তর থেকে জানাতে পারলাম ফেঞ্চুগঞ্জসহ সিলেটের অনেক অঞ্চলে সামনের দিনগুলোতে ঝড়, ভারীবৃষ্টি ও শিলা বৃষ্টি হতে পারে। তাই ৮০ ভাগ বোরোধান পাকা হলে তিনি কর্তন করার পরামর্শ দেন।

আপনার মন্তব্য

আলোচিত