বড়লেখা প্রতিনিধি

০৯ এপ্রিল, ২০১৯ ২১:৩৩

সড়কের পানি নিষ্কাশনে সেচ মেশিন!

রীতিমতো মেশিন লাগিয়ে সেচ দেওয়া হয়েছে। না, এটা কোনো দীঘি বা পুকুর নয়। একটি সড়কের গর্ত শুকাতে এ আয়োজন। এমনটি দেখা গেছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজার-বর্ণি সড়কে। সড়কের দাসেরবাজার এলাকার গর্ত থেকে মঙ্গলবার সেচ মেশিন দিয়ে পানি অপসারণ করতে দেখা যায়।

অনেকদিন ধরেই সড়কে গর্ত হয়ে আছে। বৃষ্টি দিলেই এতে পানি জমে যায়। ফলে এলাকার গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল ব্যাহত হয়। প্রতিদিন শিক্ষার্থীসহ হাজারো মানুষ এই সড়ক দিয়ে চলাচল করেন। নিরুপায় হয়ে স্থানীয় লোকজন মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে মেশিন লাগিয়ে গর্তের পানি নিষ্কাশন করেন।

এই বিষয়ে বড়লেখা উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেলে বলেন, ‘স্থানীয় এক ব্যক্তি সড়কের বাম পাশে মাটি ভরাট করায় পানি নিষ্কাশন বন্ধ হয়। এতে সড়কের গর্তে পানি জমে জলাবদ্ধতা হয়। স্থানীয় চেয়ারম্যান ও বাজার কমিটির সাথে কথা হয়েছে। বৃষ্টির পানি যাওয়ার পথ তৈরি করার জন্য বলা হয়েছে। সড়কটি সংস্কারের জন্য স্কিম প্রেরণ করা হয়েছে। আগামী মাসে কাজের টেন্ডার হওয়ার সম্ভাবনা আছে।’

আপনার মন্তব্য

আলোচিত