কমলগঞ্জ প্রতিনিধি

১০ এপ্রিল, ২০১৯ ১৬:১৯

কমলগঞ্জে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

মৌলভীবাজারের কমলগঞ্জে বাঙালি ঐহিত্যের চিরন্তন সংস্কৃতিকে ধারণ করে বাংলা নববর্ষ-১৪২৬ কে স্বাগত জানাতে উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমি আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোশারফ হোসেন প্রমুখ।

এ সময় সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাঙালির এ সার্বজনীন আনন্দ উৎসব বাংলা নববর্ষকে বরণের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে ১লা বৈশাখ প্রতি বছরের মতো এবার বর্ণাঢ্য আয়োজনে র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা, র‌্যাফেল ড্র ও নানা জাতের স্টলের সমাহারে বৈশাখী মেলা আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

আপনার মন্তব্য

আলোচিত