গোয়াইনঘাট প্রতিনিধি

১০ এপ্রিল, ২০১৯ ১৯:৩৫

গোয়াইনঘাটে পরিবার পরিকল্পনার সভা

গ্রহীতা মেলা ২০১৯ উপলক্ষে পরিবার পরিকল্পনা বিভাগ গোয়াইনঘাট আয়োজিত কর্ম পরিকল্পনা সভায় অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ মার্চ) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকা, উপ-পরিচালক ডাঃ লুৎফুল কভীর আহমদ খান।

সভায় বক্তারা বলেন, মাঠ পর্যায়ের কর্মচারীরা তাদের কাজের মাধ্যমেই পরিবার পরিকল্পনার সেবা প্রদানে  ভূমিকা রাখছেন। আরও আন্তরিক হয়ে কাজ করে আমাদের লক্ষমাত্রা অর্জন করতে হবে। এই উপজেলার কার্যক্রমের সুনাম রয়েছে। আগামী “গ্রহীতা মেলায়” আবারও তার প্রমান দিতে হবে। পরিবার পরিকল্পনার কর্মীরা তাদের অধিদপ্তরের কাজের পরেও স্বাস্থ্য বিভাগীয় কাজে অংশ গ্রহন করে জনসেবায় অবদান রাখছে। জন সংখ্যাকে সরকার আজ দক্ষ জন শক্তিতে পরিনত করছে। পরিকল্পিত পরিবার গঠনে দম্পতিদের আরও উদ্বুদ্ধ করতে হবে।

ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. সাদিক মিয়ার সভাপতিত্বে মিবেন দাসের পরিচালনায় প্রধান আলোচক ছিলেন ইউএনও বিশ্বজিত কুমার পাল। বিশেষ অতিথির বক্তব্য দেন মমতা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মুহিবুল করিম, সূচনা এফআইভিডিবি‘র নিউট্রেশন অফিসার মো. মাহমুদ হোসেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক মিনহাজ ইাদ্দন, এফপিআই হোসন আলী, শাহাজাহান সিদ্দীক, নূর আহমদ, ইমরান প্রমূখ।

পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের কবি শিবেন দাসের লিখা কবিতার বই উপহার দেন কবি নিজেই।

আপনার মন্তব্য

আলোচিত