সিলেটটুডে ডেস্ক

১৩ এপ্রিল, ২০১৯ ২৩:০৫

নুসরতা হত্যার প্রতিবাদে দর্পন থিয়েটারের ‘কালোযাত্রা’

সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন-নিপীড়ন ও গায়ে আগুন লাগিয়ে হত্যার প্রতিবাদে কালোযাত্রা করেছে দর্পণ থিয়েটার। শনিবার বিকাল সাড়ে ৪টায় শহিদ মিনার প্রাঙ্গণ থেকে সে কালোযাত্রা শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুরমা নতীর পাড়স্থ চাঁদনীঘাটে গিয়ে প্রতীকী সিরাজুদ্দোউলাকে পুড়িয়ে শেষ হয় কালোযাত্রা।

এসময় কালো কাপড়ে মুখ বাধা একজন নারীর পরনের কালো কাপড়ের লম্বা আচলের দুই পাশে কালো পোশাকে সারিবদ্ধভাবে কালোযাত্রায় অংশ নেন সকলে।

কালো কাপড়ের বিছানো এ আচলে নুসরাতের বেশ কয়েকটি ছবি আর ছবির উপর লাল গোলাপ দিয়ে জানানো হয় নুসরাতের প্রতি সম্মান। একই সাথে কালো যাত্রার সামনে আমি ধর্ষক, আমি নুসরাতের হত্যাকারী লেখাসম্বলিত নুসরাতের হত্যাকারীর প্রতীকী তৈরি করা হয়। পরে সুরমা নদীর তীরে নুসরাত হত্যাকারীর কুশপুত্তলিকা দাহ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত