বিশ্বনাথ প্রতিনিধি

১৪ এপ্রিল, ২০১৯ ০১:৫৮

যুগপূর্তি পালন করলো বিশ্বনাথের বেবী কেয়ার একাডেমি

যুগপূর্তি উৎসব পালন করেছে ২০০৭সালে যাত্রা শুরু করা সিলেটের বিশ্বনাথের রাজাগঞ্জ বাজারের পার্শ্ববর্তি ‘বেবী কেয়ার একাডেমী’। শনিবার বিকেলে পুরস্কার বিতরনীর মধ্যদিয়ে দু’দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এসএম নুনু মিয়া। বক্তব্যে তিনি বলেন, বেবী কেয়ার একাডেমি খাজাঞ্চী ইউনিযনের রাজাগঞ্জ ও আশুগঞ্জলের ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে। স্কুলটি এক যুগ নয়, যুগ থেকে যুগান্তর ওই এলাকায় শিক্ষা বিস্তারে বিস্তারে ভূমিকা রাখতে সক্ষম হবে।

স্কুলের চীফ ডিরেক্টর মুহিবুর রহমান সুইটের সভাপতিত্বে ও শিক্ষক আখলাকুর রহমানের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিন, বিশিষ্ট ব্যাংকার ও স্কুলের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক শিহাব উদ্দিন ও সুশাসনের জন্য নাগরিক সুজন বিশ্বনাথ উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক জহাঙ্গীর আলম খায়ের।

এরআগে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে সূচিত অনুষ্ঠানের প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাবেক শিক্ষার্থী ইমাদ উদ্দিন ও স্বাগত বক্তব্য রাখেন স্কুল পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ও যুগপূর্তি উদযাপন পর্ষদের যুগ্ম আহবায়ক মির্জা মোহাম্মদ গিয়াস ও সদস্য সচিব মুহা. গোলাম মোস্তফা। এসময় যুগপূতিতে বের করা ‘প্রাণের কানন’ নামের একটি স্মারকের মোড়ক উম্মোচন করা হয় এবং অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবীদ শাহ ফয়েজ আহমদ সেবুল, শাখাওয়াত হোসেন, আরশ আলী গণি, শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী, মিজাজুল হোসেন, সাংবাদিক লোকমান হোসেন, নুর উদ্দিন ও আক্তার আহমদ শাহেদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠানকালীন সহযোগী আবদুল হাই, জাহির আলী, বিশিষ্ট মুরব্বী আখলিছ হোসেন, বশির মিয়া, খাইরুল ইসলাম মনু মিয়া, ব্যাংকার আবদুর রকিব, যুগপূর্তি উদযাপন কমিটির সদস্য আমির উদ্দিন মেম্বার, ছবর আলী, মোজাহিদ আলী, শওকত  হোসেন, সাহাব উদ্দিন, মাস-উদ হাসান, মাসুদ আহমদ, জিয়াউর রহমান, আলী হোসেন, ফারহান আহমদ, রুহেল আহমদ রাজা, সংগঠক তাজ উদ্দিন, বেবী কেয়ার স্কুলের প্রাক্তন শিক্ষক আব্দুল ওয়াহিদ, মাহবুবুর রহমান, সুমনা আক্তার সুমি, কলছুমা বেগম দিবা, রাজু মিয়া, বর্তমান শিক্ষক হাবিবা বেগম, ইকবাল হোসেন, সুমন আহমদ, হোসাইন আহমদ, তামান্না বেগম, রাহেলা বেগম, সনজিৎ দাস, তাসলিমা বেগম, আব্দুল মোহাইমিন খাঁন, রাজাগঞ্জ বাজার কিন্ডার গার্টেনের শিক্ষক নজির মিয়া, রিয়াজুর রহমান প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত