নিজস্ব প্রতিবেদক

১৪ এপ্রিল, ২০১৯ ১৪:৫৩

বর্ষবরণে নগরীতে আনন্দ শোভাযাত্রা

বর্ণাঢ্য আয়োজনে সিলেট সিটি করপোরেশনে পহেলা বৈশাখ ১৪২৬ উদযাপিত হয়েছে।

রোববার (১৪ এপ্রিল) সকালে নগর ভবন থেকে বাংলা নববর্ষ বরণের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও মেয়রপত্নী শামা হক চৌধুরী।

এ সময় শোভাযাত্রায় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, কাউন্সিলর আজম খান, শান্তনু দত্ত সন্তু, সচিব মোহাম্মদ বদরুল হক, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমানসহ কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

শোভাযাত্রায় সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানরা নানা রঙয়ের পোশাকে ভিন্ন ভিন্ন সাজে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে অংশ নেয়। শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

এর আগে নগর ভবনে শিশু-কিশোরদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও নগরীর ঐতিহাসিক সারদা হলের সামনে সপ্তাহব্যাপী বৈশাখী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র আরিফুল হক চৌধুরী।

আপনার মন্তব্য

আলোচিত