নিজস্ব প্রতিবেদক

২৬ এপ্রিল, ২০১৯ ০১:২৫

আবু সিনা ছাত্রাবাস ভবন রক্ষার দাবিতে ২৯ এপ্রিল অবস্থান কর্মসূচী

সিলেটের ঐতিহ্যবাহী আবু সিনা ছাত্রাবাস ভবন রক্ষার দাবিতে ২৯ এপ্রিল অবস্থান কর্মসূচী ঘোষণা করেছে এই দাবিতে গড়ে ওঠা নাগরিক প্ল্যাটফর্ম সিলেটের ঐতিহ্য রক্ষায় ঐক্যবদ্ধ নাগরিক সমাজ। ২৯ এপ্রিল বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচী পালিত হবে।

বৃহস্পতিবার রাতে নগরের একটি রেস্তোরায় সিলেটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও নাগরিক আন্দোলনের সংগঠকদের সাথে বৈঠকে অবস্থান কর্মসূচীর সিদ্ধান্ত হয় বলে জানান সিলেটের ঐতিহ্য রক্ষায় ঐক্যবদ্ধ নাগরিক সমাজের মুখপাত্র ডা. শাহ জামান চৌধুরী বাহার।

তিনি জানান, দেড়শ বছরের প্রাচীন আবু সিনা ছাত্রাবাস রক্ষার আন্দোলন আরও বেগবান করার ব্যাপারে ওই বৈঠকে সিদ্ধান্ত হয়। এছাড়া আমাদের দাবি ও বক্তব্য সম্বলিত প্রচারপত্র তৈরি করে সর্বস্তরের নাগরিকদের মাঝে বিলিরও সিদ্ধান্ত হয়।

নাগরিক এই আন্দোলনে সিলেটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা একাত্মতা পোষণ করেছেন জানিয়ে শাহ জামান চৌধুরী বলেন, পরবর্তী কর্মসূচীগুলোতে সর্বাত্মক অংশগ্রহণ নিশ্চিত করার ব্যাপারে বিভিন্ন রাজনৈতিক দল ঐক্যমতে পৌচেছেন।

প্রবীন রাজনীতিবিদ বেদানন্দ ভট্টাচার্যের সভাপতিত্বে বৃহস্পতিবারের বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদউল্লাহ শহীদুল ইসলাম শাহীন, জাসদ'র কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট জাকির আহমদ, ওয়ার্কাস পার্টির জেলা সাধারণ সম্পাদক সিকন্দর আলী, নাগরিক মৈত্রীর আহ্বায়ক এডভোকেট সমর বিজয় সী শেখর, বাসদ (মার্কসবাদী)-এর জেলা সমন্বয়ক উজ্জ্বল রায়, বাসদ'র জেলা সমন্বয়ক আবু জাফর, সিপিবি'র জেলা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন, জাসদ নেতা ফেরদৌস আরবী, বাউল বশির উদ্দিন সরকার, বাসদ নেতা জুবায়ের আহমদ চৌধুরী সুমন, প্রণব জ্যোতি পাল প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত