ছাতক প্রতিনিধি

১৩ জুন, ২০১৯ ১৯:৩৪

ছাতকে কৃষকের কাছ থেকে ধান কিনলেন জেলা প্রশাসক

সরকারের বেঁধে দেওয়া দামে কৃষকের বাড়ি গিয়ে ধান সংগ্রহ করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

বৃহস্পতিবার (১৩ জুন) ছাতকের কালারুকা ইউনিয়নের রাজাপুর গ্রামে কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে ধান সংগ্রহ করেন তিনি।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ কৃষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা খাদ্য গুদামে ধান দেবেন কোন রকমের হয়রানি ছাড়া। কারণ সরকার প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান কিনবে। সরকার কৃষকের ঘর থেকে ধান নেওয়ার উদ্দেশ হল কৃষকরা যাতে তাদের কষ্টে ফলানো ফসলের ন্যায্য মূল্য পায়। আর ধান যাতে আপনারা খাদ্য গুদামে দিতে পারেন সেজন্য প্রত্যেক উপজেলাসহ সকল স্থানে মাইকিং করা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার ছাতক আবেদা আফসারী, জেলা খাদ্য নিয়ন্ত্রক জাকারিয়া মোস্তফা, ছাতক উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহাব উদ্দিন, কালারুকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত