বড়লেখা প্রতিনিধি

১৪ জুন, ২০১৯ ২০:৫১

শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বড়লেখায় মানববন্ধন

গত ২৪ ও ৩১ মে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ এবং পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা গ্রহণের দাবিতে মানববন্ধন হয়েছে।

শুক্রবার (১৪ জুন) বিকেলে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা সদরের দক্ষিণ বাজার এলাকায় এই মানববন্ধনের আয়োজন করে বড়লেখার সর্বস্তরের পরীক্ষার্থীবৃন্দ।

মানবন্ধনে বক্তব্য রাখেন পরীক্ষায় অংশগ্রহণকারী মাসুম আহমদ, মিজানুর রহমান, নাহিদ আহমদ, দেবান্তুষ দাস, নুরুল ইসলাম, নুরুল আহমদ, এমরান খান, শ্যামল দাস, সল্লব সরকার, বিভাস চক্রবর্তী, রাজীবকান্ত দাস, আব্দুল মজিদ, সামসুল ইসলাম, রুপক দাস, সিপন বিশ্বাস, জসীম উদ্দিন প্রমুখ।

বক্তারা প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ করে বলেন, ফাঁস হওয়া প্রশ্নপত্রের মাধ্যমে নেওয়া পরীক্ষা বাতিল করতে হবে। নতুন করে পুনরায় পরীক্ষা নিতে হবে। মেধাবীদের মূল্যায়নের সুযোগ সৃষ্টি করতে হবে।

আপনার মন্তব্য

আলোচিত