সিলেটটুডে ডেস্ক

১৫ জুন, ২০১৯ ১৭:১২

তাহিরপুর থেকে বিদেশী মদসহ গ্রেপ্তার ২

সুনামগঞ্জের তাহিরপুর থানা এলাকা থেকে বিদেশী মদসহ ২ জন মাদক গ্রেপ্তার করেছে ত র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯।

শনিবার (১৫ জুন) ভোর ৫টায় তাহিরপুর থানাধীন লাউয়ের  গড় আদর্শ উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশের মজনু মিয়ার বাড়ির সামন থেকে ৪৮ বোতল বিদেশী মদসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সাইদাবাজ গ্রামের মো. আবুল খায়েরর ছেলে মো. জাকির হোসেন (২৬) ও একই এলাকার মো. মারফত আলীর ছেলে মো. অলি উছতার (৩৫)।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত দুজন পেশাদার মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল লে. কমান্ডার ফয়সল আহমদ এর নেতৃত্বে ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে উক্ত এলাকায় মাদক উদ্ধার ও গ্রেফতার যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ৪৮ বোতল বিদেশী মদসহ তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিদেরকে সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

আপনার মন্তব্য

আলোচিত