নিজস্ব প্রতিবেদক

২০ জুন, ২০১৯ ১৮:৪৩

সুনামগঞ্জে শিশুর মুখে এসিড নিক্ষেপ: ৫ বছর পর আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জের চাঞ্চল্যকর চতুর্থ শ্রেণীর ছাত্র শিপুর মুখে এসিড নিক্ষেপ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোজাম্মেল (৩২) কে ৫ বছর পর ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

বৃহস্পতিবার (২০ জুন) ভোর সাড়ে ৬টায় ঢাকার মগবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতের নাম- মোজাম্মেল আলম ভুঁইয়া (৩২)। তিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট গ্রামের আব্দুল রব ভুঁইয়ার ছেলে।

প্রসঙ্গত, ২০১৪ সালের ৩০ মার্চ যুগান্তর পত্রিকার সুনামগঞ্জ প্রতিনিধি হাবিব সারোয়ার আজাদের ছেলে চতুর্থ শ্রেণির মেধাবী ছাত্র শিপু (১১) কে রাতে প্রাইভেট পড়া শেষ করে বাড়ী ফেরার পথে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা মুখে এসিড মেরে ঝলসে দেয়। পরবর্তীতে শিপুর আর্তচিৎকারে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে বাদাঘাট বাজারে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় শিপুর বাবা বাদী হয়ে গ্রেপ্তারকৃত মোজাম্মেলের বিরুদ্ধে এসিড অপরাধ দমন আইনে তাহিরপুর থানায় মামলা দায়ের করেন।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত মোজাম্মেল ঘটনার পর থেকে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। বেশ কয়েকদিন যাবত র‌্যাব-৯ এর গোয়েন্দা নজরদারিতে থাকার পর ঢাকার রমনা থানার মগবাজারে হোটেল আনন্দ সুপারের ২য় তলার ৫নং রুম থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

আপনার মন্তব্য

আলোচিত