Advertise

সিলেটটুডে ডেস্ক

১১ জুলাই, ২০১৯ ১৮:০৮

সিসিক মেয়রের সাথে ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্সের মতবিনিময়

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে মতবিনিময় করেছেন ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্স এর নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকালে নগর ভবনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, অর্থনৈতিক উন্নয়নে শুধু স্থানীয় ভাবে নয় বরং জাতীয় ভাবে সিলেটের প্রবাসীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের অর্থনৈতিক উন্নয়ন তথা সিলেটের উন্নয়ন ঘটাতে হলে প্রবাসীদের সিলেটে বিনিয়োগ বৃদ্ধি করতে হবে।

তিনি আরো বলেন প্রবাসে বেড়ে উঠা সিলেটীদের নতুন প্রজন্ম দেশে বিনিয়োগে আগ্রহী। তাদেরকে সঠিকভাবে উদ্বুদ্ধ করতে পারলে সিলেটে প্রবাসী বিনিয়োগের সবচেয়ে বড় নিয়ামক হিসেবে কাজ করবে।

মতবিনিময় সভায় ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্স এর সেক্রেটারি মাহবুব নুর মাবস, এমরান মফিজসহ চেম্বারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত