চুনারুঘাট প্রতিনিধি

০৪ আগস্ট, ২০১৯ ২০:১১

চুনারুঘাটে চা বাগানের বাংলোতে ডাকাতি

হবিগঞ্জের চুনারুঘাট দেউন্দি চা বাগানের ডা. অনিমেষ গোলদার এর বড় বাংলোতে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে অস্ত্র ঠেকিয়ে ডাকাতি করেছে একদল ডাকাত।

শনিবার (৩ আগস্ট) রাত ২ টার দিকে এ ঘটনাটি ঘটে। এই ডাকাতির ঘটনায় চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা যায়, প্রায় ১২ সদস্যের ডাকাত দল প্রথমে বড় বাংলোতে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এরপর অস্ত্র ঠেকিয়ে দুজন নৈশ্যপ্রহরী ও ডা. অনিমেষ গোলদারের পরিবারের সকলকে একটি কক্ষে আটকে রাখেন ডাকাত দলের সদস্যরা। সমস্ত বাংলোর তছনছ করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে ডাকাত দলের সদস্যরা।

এসময় কক্ষে আটকে থাকা নৈশ্যপ্রহরী ও ডা. অনিমেষ গোলদারের পরিবারের সকলের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে ডাকাতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান এবং আটককৃতদের মুক্ত করে দেন।

স্থানীয় সূত্র জানায়, গত ২৮ জুলাই রোববার গভীর রাতে চুনারুঘাট উপজেলার লালচাঁন্দ চা বাগানের ব্যবস্থাপক মোফাজ্জল হোসেনের
ডাক বাংলোতে ডাকাত দলের সদস্যরা হানা দেয়। বাংলোতে কিছু না পাওয়ায় ডাকাতরা হামলা চালায়। হামলায় নারীসহ ৩ জন আহত হয়।  এরপর  ডা.  অনিমেষ গোলদার এর বড় বাংলোতে ডাকাতির ঘটনায় এখন এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)শেখ নাজমুল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত কাজ চলছে। অভিযোগের ভিত্তিতে বিধি মোতাবেক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ডা. অনিমেষ গোলদারের পরিবারের সদস্যরা।

আপনার মন্তব্য

আলোচিত