গোয়াইনঘাট প্রতিনিধি

০৫ আগস্ট, ২০১৯ ১৫:৫৭

ডেঙ্গুর বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে গোয়াইনঘাটে সভা

গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারের আন্তরিকতার কোনো কমতি নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় ডেঙ্গু প্রতিরোধেও সরকার সফল হবে। ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতায় সরকারের গৃহীত নানামুখী উদ্যোগ সফলতা লাভ করছে। গণসচেতনতা সৃষ্টিসহ দেশ থেকে ডেঙ্গু নির্মূলে বঙ্গবন্ধুতনয়া শেখ হাসিনা যে নির্দেশনা দিয়েছেন তা বাস্তবায়নে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন বদ্ধপরিকর। সরকারের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের ধারাবাহিকতায় গোয়াইনঘাট উপজেলার প্রতিটি বাড়ি, পাড়া-মহল্লা ও গ্রাম থেকে ডেঙ্গু মশার আবাসস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে।

সোমবার (৫ আগস্ট) সকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত ডেঙ্গু মশা প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগ নেতা ইসমাইল আলী মাস্টারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা সামছুল আলম, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুল হামিদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান।

ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন মিনহাজুর রহমান, আশিকুর রহমান, নজরুল ইসলাম, মুহিবুর রহমান, রাশিদ আলী, ওলিউল্লাহ, জহির উদ্দিন, হেলাল উদ্দিন, ফারুক আহমদ, নাজিম উদ্দীন, মিছবাহ উদ্দিন, ফারুক আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ছয়ফুল আলম আবুল, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, সোহেল আহমদ, মুজিবুর রহমান (লাইব্রেরি মুজিব), সুবাস দাস, সোহান দে, মাসুক আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা ইনসাদ হোসেন রাজীব, জুবের আহমদ, গোলাম রব্বানী সুমন, মোশাররফ হোসেন মাসুম, আবুল হোসেন, শামীম আহমদ, কিবরিয়া, ইমরান, সুফিয়ান আহমদ, পাবেল, ইব্রাহীম খলিল, ইমাম উদ্দিন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত