মৌলভীবাজার প্রতিনিধি

০৫ আগস্ট, ২০১৯ ১৭:৫৩

মৌলভীবাজারে মশক নিধন স্প্রে বিতরণ

মৌলভীবাজারে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও সচেতনতা মূলক কর্মসূচি পালন করছে মৌলভীবাজার পৌরসভা।

সোমবার (৫ আগস্ট) সকালে মশক নিধন ও সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে শহরের বিভিন্ন পরিবহন স্ট্যান্ডে মশক নিধন স্প্রে বিতরণ করেছে মৌলভীবাজার পৌরসভা ।

পৌর মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে চৌমোহনা মাইক্রোবাস স্ট্যান্ডে চালকদের মধ্যে মশক নিধন স্প্রে বিতরণ করেছেন পুলিশ সুপার ফারুক আহমেদ। এরপর শহরের মাইক্রোবাস, বাস ও ট্রাক স্ট্যান্ডে প্রায় ৪শত স্প্রে বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ মাহাবুব, সাধারন সম্পাদক সালেহ এলাহী কুটি।

প্রসঙ্গত, মৌলভীবাজারে গত একমাসে মোট ৩৭ জন ডেঙ্গু রোগী সনাক্ত করা হয়েছে। এরমধ্যে এখন ১৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। আর ৯জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া ১৫ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত