কমলগঞ্জ প্রতিনিধি

২৭ আগস্ট, ২০১৯ ১৮:২৫

কমলগঞ্জের মুক্তিযোদ্ধা মহাবীর রবিদাস নেই

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর চা বাগানের মুক্তিযোদ্ধা মহাবীর রবিদাস (৮৪) পরলোকগমন করেছেন। রাষ্ট্রীয় মর্যাদা তাকে সমাধিস্থ করা হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে তিনি মারা যান। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর ১২টায় শমসেরনগর চা বাগানের শান্তপাড়া নামক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদা শেষে সামাজিক রীতি তাকে সমাধিস্থ করা হয়।

বীর মুক্তিযোদ্ধা মহাবীর রবিদাসের মরদেহে কমলগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী ও কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের উপস্থিতিতে জাতীয় পতাকা দিয়ে ঢেকে পুলিশ সদস্যরা গার্ড অব অনার প্রদান করা হয়। প্রশাসনিকভাবে মরদেহের উপর ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরুপ কুমার চৌধুরী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার নির্মল দাস, শমশেরনগর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হাই, স্থানীয় ইউপি সদস্য ইয়াকুব মিয়া, মাসিক চা মজদুর সম্পাদক সীতারাম বীন, চা বাগান পঞ্চায়েত সম্পাদক গোপাল কানু, অর্থ সম্পাদক লছুমন মাদ্রাজী, জাগরণ যুব ফোরামের আহ্বায়ক মোহন রবিদাস প্রমুখ।

মুক্তিযোদ্ধা মহাবীর রবিদাস মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আপনার মন্তব্য

আলোচিত