গোয়াইনঘাট প্রতিনিধি

২৭ আগস্ট, ২০১৯ ১৮:৪৮

জাফলংয়ে এনআরবি ব্যাংকের কার্যক্রম উদ্বোধন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে যাত্রা শুরু করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এনআরবি।  এনআরবি ব্যাংকের জাফলং শাখার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন, মিলাদ মাহফিল ও এক সুধী সমাবেশের আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ১১টায় মামার দোকান এলাকার হোটেল জাফলং ইনের নিচতলায় ব্যাংকের নিজস্ব হলরুমে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত শাখার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন  করেন এনআরবি ব্যাংকের পরিচালক  মো. জামিল ইকবাল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের হ্যাড অব বিজনেস অলি আহাদ চৌধুরী, আঞ্চলিক ব্যবস্থাপক প্রশান্ত কে সিনহা, লালদিঘির পাড় শাখা ব্যবস্থাপক পীযুষ কুমার সরকার, জাফলং শাখার ব্যবস্থাপক ফেরদৌস করিম তালুকদার প্রমুখ।

গ্রাহকদের মধ্য হতে বক্তব্য দেন জাফলং স্টোন ক্রাশারমিল মালিক সমিতির সভাপতি বাবলু বখত,ব্যবসায়ী হাজি নজরুল শিকদার, সংবাদকর্মী  মিনহাজ উদ্দিন প্রমুখ।        

সংক্ষিপ্ত সুধী সমাবেশে ব্যাংকের কার্যক্রম, গ্রাহক সেবার পরিধি, গ্রাহকদের জন্য গৃহীত প্রদক্ষেপসহ নানাবিধ সুবিধাপ্রাপ্তির নিশ্চয়তা দিয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন প্রধান অতিথি।        

স্থানীদের মধ্যে উপস্থিত ছিলেন, পূর্ব জাফলং ইউনিয়নের চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, ট্রাক চালক সমিতির সভাপতি ফয়জুল ইসলাম, জাফলং পিয়াইন বার্তার সম্পাদক ইমরান হোসেন সুমন, ব্যবসায়ী জাকির খান, জিয়ারত খান, আব্দুল আলীম, নুরুজ্জামান, আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হোসেন সিদ্দিকী মেনন, যুবলীগ নেতা রাশেদ পারভেজ লাভলু প্রমুখ।

মোনাজাত পরিচালনা করেন জাফলং ফয়েজেআম ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা সাইদুর রহমান। স্থানীয় সাংসদ, সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অচিরেই উক্ত শাখার আনুষ্ঠানিক উদ্বোধন ও বৃহৎ পরিসরে সুধি সমাবেশ অনুষ্ঠান হবে বলে ব্যাংক সূত্রে জানা গেছে।   


আপনার মন্তব্য

আলোচিত