ছাতক প্রতিনিধি

২৭ আগস্ট, ২০১৯ ২০:০৬

ছাতকে শিক্ষা কর্মকর্তার মোবাইল নাম্বার ক্লোন করে টাকা আদায়

সুনামগঞ্জের ছাতকের উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মোবাইল নাম্বার এবং কন্ঠ ক্লোন করে একটি মাদ্রাসা থেকে একলক্ষ ১৭ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র।

মঙ্গলবার সকালে উপজেলার বুরাইয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজুল ইসলাম ফারুকীর মোবাইল নাম্বারে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন রায়ের নাম্বার থেকে কল দেওয়া হয়। এবং নিজেকে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিচয় দিয়ে হুবুহু উনার কন্ঠ নকল করে শিক্ষা অধিদপ্তর থেকে মাদ্রাসায় ১৭টি ল্যাপটপ দেওয়া বরাদ্দ হয়েছে এগুলো নিতে হলে ৮হাজার টাকা করে বিকাশের মাধ্যমে পাঠানোর জন্য বলা হয়। পরে মাদ্রাসা অধ্যক্ষ পৃথক তিনটি বিকাশ নাম্বারে একলক্ষ ১৭ হাজার টাকা পাঠিয়ে পুনরায় একই নাম্বারে কল দিলে পুলিন রায় ফোন রিসভ করে এই বিষয়ে কিছুই জানেন না বলে জানান।

এ বিষয়ে ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন রায় বলেন, আমার সরকারি নাম্বার যেটি ক্লোন করে বিভিন্ন জায়গায় ফোন করে টাকা চাচ্ছে একটি প্রতারক চক্র। এবং বুরাইয়া কামিল মাদ্রাসা থেকে একলক্ষ ১৭ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। বিষয়টি জেলা শিক্ষা কর্মকর্তা এবং ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হয়েছে। এ ছাড়াও নিজের ফেসবুক পেজে এ সংক্রান্ত পোস্ট দিয়ে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত