গোলাপগঞ্জ প্রতিনিধি

২৮ আগস্ট, ২০১৯ ১৬:২৪

গোলাপগঞ্জে গাড়ি ভাড়া নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৬

সিলেটের গোলাপগঞ্জের বাঘায় গাড়ি ভাড়া নিয়ে দুই দল গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে উপজেলার বাঘা ইউনিয়নের সোনাপুর ও কালাকোনা গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ বাধে। এতে সিএনজি অটোরিক্সাচালকসহ ৬ জন আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাঘা পরগনা বাজার থেকে সোনাপুরে সিএনজি অটোরিকশার ভাড়া ৫০ টাকা কিন্তু টমটমের ভাড়া মাত্র ২০ টাকা। এ নিয়ে সিএনজি অটোরিকশা ড্রাইভার ও টমটম চালকদের মধ্যে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে এই বিষয়টি নিয়ে সিএনজি চালক ও টমটম চালকদের মধ্যে কথা কাটাকাটি হয়।

এ বিরোধের জেরে কালাকোনা ও সোনাপুর দুটি গ্রামের মানুষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। এক পর্যায়ে উভয় গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে সোনাপুর গ্রামের সিএনজি চালক তাহের আলীর বাড়ীতে প্রতিপক্ষ ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করে। এ সময় তাহের আলীসহ তার পরিবারের আরও ৫ জন সদস্য আহত হন। তাৎক্ষণিক গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ খবর পেয়ে দুই গাড়ি দাঙ্গা পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, এ ঘটনায় উভয় পক্ষের কেউ এখনো থানায় মামলা করেনি।

দুই গ্রামের মুরব্বিরা বিচার সালিশের মাধ্যমে বিষয়টি সমাধান করবেন বলেও জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত