চুনারুঘাট প্রতিনিধি

২৮ আগস্ট, ২০১৯ ১৭:৩৪

দখলে বিলীন হচ্ছে মরা খোয়াই নদী

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উপর দিয়ে বয়ে গেছে এক সময়ের খরস্রোতা খোয়াই নদী। উপজেলাবাসীর সুবিধার্থে এরশাদ সরকারের আমলে এই নদী শহরের তিনশত গজ পূর্বে খনন করে নিয়ে যাওয়া হয়। ফলে নদীর পূর্বের অংশ মরা নদীতে পরিণত হয়। এরপর থেকেই এই নদীটির নাম হয় মরা খোয়াই নদী।

অবৈধ দখলের কারণে এখন বিলীন হতে চলছে এ নদীটি। যে যার মতো দখল করে নিচ্ছে মরা খোয়াই নদী।

জানা যায়, উপজেলার বড়াইল, পশ্চিম পাকুড়িয়া, গুচ্ছগ্রামসহ চুনারুঘাট সদরের মরা খোয়াই নদীর আশপাশের বাসিন্দা ও উপজেলার বিভিন্ন স্থানের প্রভাবশালীরা এসে নদীতে মাটি ভরাট করে অবৈধ ভাবে স্থাপনা ও দোকানপাট নির্মাণ করছেন। নদী ভরাটে সহযোগিতা করছেন রাজনৈতিক নেতারাও।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, মরা খোয়াই নদীর দুই তীরের পৌরশহরের অংশ দখল নিয়ে কিছু লোক অবৈধ স্থাপনা ও দোকান নির্মাণ করেছে। বছরের পর বছর ধরে তারা এসব জমি দখল করে রেখেছে। অনেকেই আবার এসব জমি অবৈধভাবে বেচাকেনা করছে এবং দখল করে দোকানপাট ভাড়া দিচ্ছেন।

শুষ্ক মৌসুম আসলেই বেড়ে যায় নদী দখলের প্রবণতা। এই সময়ে মরা নদীতে কোনো জল থাকে না। ফলে দখল করতে সুবিধা হয়।

দখলদারকের বিরুদ্ধে প্রশাসন কোন উদ্যোগ না নেওয়ায় তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে।

এ ব্যাপারে চুনারুঘাট পৌর মেয়র মো. নাজিম উদ্দিন শামসু বলেন, আমরা নদী দখলমুক্ত করতে হবিগঞ্জের জেলা প্রশাসকের কাছে আবেদন করেছি। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত