তাহিরপুর সংবাদদাতা

৩০ আগস্ট, ২০১৯ ২১:৪৭

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় পণ্যের চালান আটক

সুনামগঞ্জে বিজিবি-২৮ নবীনগর বিশেষ ক্যাম্পের অভিযানে বর্ডার হাটের অন্তরালে নিয়মের ব্যত্যয় ঘটিয়ে পাচার হওয়া বিভিন্ন অননুমোদিত ভারতীয় কসমেটিকস সামগ্রী আটক করা হয়েছে। ভারতীয় এসব কসমেটিকস সামগ্রীর বাজার মূল্য প্রায় ১৪ লাখ টাকা।

বিজিবি-২৮ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ নারায়ণতলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় বিদ্যমান ডুলুরা-বালাট বর্ডার হাট গাইড লাইন অনুযায়ী বর্ডার হাট এলাকার ৫ কিলোমিটার ব্যাসার্ধে বসবাসকারী অধিবাসীগণই কেবলমাত্র বর্ডার হাটে পণ্য ক্রয়-বিক্রয় করার নিয়ম থাকলেও কার্ডবিহীন অসাধু ব্যবসায়ী নিয়মের ব্যত্যয় ঘটিয়ে বর্ডার হাটে পণ্য ক্রয়-বিক্রয় করছে।

বর্ডার হাটে প্রত্যেক কার্ডধারী ক্রেতা প্রতি হাটে কেবলমাত্র ২০০ মার্কিন ডলারের সমমূল্যের নিত্য ব্যবহার্য বিভিন্ন ধরনের স্থানীয়ভাবে উৎপন্ন অনুমোদিত পণ্য ক্রয় করার কথা থাকলেও কিছু কার্ডবিহীন ব্যবসায়ী নিয়মের ব্যত্যয় ঘটিয়ে মোটা অংকের টাকা অবৈধভাবে বর্ডার হাটে বিনিয়োগ করছে। বর্ডার হাটের অন্তরালে বিভিন্ন ধরনের অননুমোদিত চোরাচালানী পণ্য সুনামগঞ্জ জেলা সদর, সিলেট, ভৈরব, চট্টগ্রাম, ঢাকাসহ অন্যান্য জেলায় অবৈধভাবে পণ্য পরিবহন করা হয়।

এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) কর্তৃক যৌথ অভিযানের মাধ্যমে প্রায়ই বর্ডার হাটের বিভিন্ন ভারতীয় মালামাল আটক করে নিয়মানুযায়ী সিজার করে কাস্টমসে জমা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় নবীনগর বিশেষ ক্যাম্পের টহল দল বৃহস্পতিবার (২৯ আগস্ট) বর্ডার হাট থেকে আনুমানিক ১৪ কিলোমিটার দূরবর্তী সুনামগঞ্জ সদর উপজেলাধীন জানুখালী (সুরমা নদী) হতে বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিকস সামগ্রী (জনসন সাবান-১৭৩০৪ পিস, জনসন তৈল-১০৩৮ বোতল, ডাবর আমলা তৈল-২৮৮ বোতল, সেভেন ওয়েল তৈল-২১৪ বোতল, সুপার ভাসমল তৈল-৩৮৪ বোতল, ফিনা সাবান-২৮৮ পিস ও জনসন সাবান-২০০ পিস) আটক করে, যার আনুমানিক মূল্য ১৩লাখ ৩ হাজার ৫শ ৪৪ টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক মো. মাকসুদুল আলম জানান, আটককৃত বর্ণিত ভারতীয় কসমেটিক্স সামগ্রী শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত