নিজস্ব প্রতিবেদক

০১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:৫৯

বঙ্গবীরের জন্মদিনে ওসমানী স্মৃতি সংসদের কর্মসূচি

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বঙ্গবীর আতাউল গণি ওসমানীর ১০১তম জন্মদিনে বিভিন্ন কর্মসূচি পালন করবে বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেট।

কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯.৩০ মিনিটে বঙ্গবীরের মাজারে পুষ্পস্তবক অর্পণ। সকাল ১১টায় সিলেটের প্রবেশদ্বারে বঙ্গবীর ওসমানী সরণীতে বঙ্গবীর ওসমানীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।

এছাড়া সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত হযরত শাহজালাল (রা:) মাজার প্রাঙ্গণে খতমে কোরআন। বাদ জোহর হজরত শাহজালাল মাজার মসজিদে মরহুমের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মিলাদ শরীফ ও দোয়া মাহফিল শেষে জাতীয় এই নেতার কবর জিয়ারত ও ফাতেহা পাঠ।

কর্মসূচিতে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বঙ্গবীর ওসমানীর অনুসারী, অনুগামী শুভাকাঙ্ক্ষী সুধীজন, মুক্তিযুদ্ধ ও বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছেন স্মৃতি সংসদের সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল।

আপনার মন্তব্য

আলোচিত