নিজস্ব প্রতিবেদক

০১ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:৩০

সিলেটে এসিড নিক্ষেপের দায়ে ১০ জনের যাবজ্জীবন

সিলেটের গোয়াইনঘাটে এসিড নিক্ষেপের মামলায় ১০ জনকে যাবজ্জীবন কারাদ-ের আদেশ দিয়েছেন আদালত।
রোববার দুপুরে এসিড অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক ও সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জুমান রাজা এই দণ্ডাদেশ প্রদান করেন। এসময় মামলার ১০ আসামির মধ্যে ৯ আসামির আদালতে উপস্থিতিত ছিলেন।

দ-প্রাপ্ত আসামিরা হলেন- আবদুস সালাম, মো. নুরুল মিয়া, আলতাফ মিয়া, শামসুল ইসলাম, আবদুর রহিম, আয়াত উদ্দিন, মাশুক মিয়া, মো. আলী, আবদুর রশীদ ও রুবেল মিয়া (পলাতক)।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৩ সালের ২৬ মার্চ সকাল ৭টায় সিলেটের গোয়াইনঘাট থানার উত্তর রাউৎগ্রামের আজির উদ্দিন ও আলাউদ্দিনকে বাড়ি থেকে উচ্ছেদের জন্য আসামীরা হামলা চালায়। এ সময় আসামীরা আজির উদ্দিন ও আলাউদ্দিনকে বাড়ি থেকে ধরে নিয়ে এসে বাঁশ দিয়ে আঘাত করে পা ভেঙে তাদের দুই চোখে দাহ্য পদার্থ ঢেলে দেয়। এতে তাদের চোখ চিরতরে নষ্ট হয়ে যায়।

আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট শামসুল ইসলাম বলেন, এই মামলার মোট ২৮ জন সাক্ষীর মধ্যে ১৭ জন সাক্ষ্য প্রদান করেছেন। তাদের মধ্যে ১৪ জনই প্রত্যক্ষ সাক্ষী। এ রায়ের মাধ্যমে ন্যায়বচার প্রতিষ্ঠিত হয়েছে। এ রায়ে আমরা সন্তুষ্ট।

মামলায় আসামি পক্ষে আইনজীবী ছিলেন এডভোকেট মো. ইলিয়াস।

আপনার মন্তব্য

আলোচিত