শ্রীমঙ্গল প্রতিনিধি

০২ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:৫৯

শ্রীমঙ্গলে ব্লাড গ্রুপিং ও বৃক্ষরোপণ

'গাছ লাগাই, পরিবেশ বাঁচাই' এই স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ অভিযান ও ‘আমরা মানবতার সেবায় দৃঢ় প্রত্যয়ী’ স্লোগান নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন।

সোমবার (২ সেপ্টেম্বর) সকালে শ্রীমঙ্গল সরকারি কলেজের উদ্যোগে ও কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ব্লাড ডোনেটর গ্রুপ ‘স্পর্শ’ এর পরিচালনায় বৃক্ষরোপণ অভিযান ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ।

কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদা কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মহসিন, বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. শমশের আলী ও প্রভাষক শ্রী চয়ন চক্রবর্তী। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক সুব্রত সাহা।

ব্লাড গ্রুপিংয়ে কারিগরি সহযোগিতা প্রদান করে শ্রীমঙ্গলের মেডি হেলপ সার্ভিসেস ডায়াগনস্টিক এন্ড কনসালটেন্ট সেন্টার।

আপনার মন্তব্য

আলোচিত