Advertise

ছাতক প্রতিনিধি

৩১ অক্টোবর, ২০১৯ ১৬:০০

ছাতকে নয় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের শোকরানা মিছিল

সুনামগঞ্জের ছাতকে নতুন এমপিওভুক্ত নয়টি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে শোকরানা মিছিল ও সমাবেশ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে পৌর শহরে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে সাথে নিয়ে এ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে ছাতক জালালিয়া আলিম মাদ্রাসা মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদের সভাপতিত্বে ও মাওলানা কবির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।

এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, আওয়ামী লীগ নেতা মোশাহিদ আলী, আফজল হোসেন, রফিকুল ইসলাম কিরন, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, কালারুকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, মাওলানা আলী আসগর খান, মাওলানা আব্দুস সালাম, মাওলানা আফতাব উদ্দিন, মাওলানা আব্দুল কাউয়ুম, মাওলানা কামরুজ্জামান, মাওলানা মাহবুবুর রহমান তাজুল, মাওলানা সিরাজুল হক, মাওলানা শামসুল কবির মিসবাহ, মাওলানা জহুর আলী, মাওলানা ছাদিকুর রহমানসহ ছাতক উপজেলার জালালিয়া আলিম মাদ্রাসা, কালারুকা লতিফিয়া দাখিল মাদ্রাসা, শাহ সুফি মজম্মিল আলী (র.) দাখিল মাদ্রাসা, দিঘলী রহমানিয়া মহিলা দাখিল মাদ্রাসা, গাবুরগাওঁ দাখিল মাদ্রাসা, রাধানগর দাখিল মাদ্রাসা, বন্দেরগাওঁ দাখিল মাদ্রাসা, বনগাওঁ দাখিল মাদ্রাসা দোয়ারাবাজার উপজেলার নরশিংপুর আদর্শ দাখিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা ছাতক-দোয়ারার নয়টি মাদ্রাসার মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিওভুক্ত) হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী দীপু মনি, শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার মন্তব্য

আলোচিত