গোলাপগঞ্জ প্রতিনিধি

০২ নভেম্বর, ২০১৯ ২১:৪১

গোলাপগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

সিলেটের গোলাপগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।

শনিবার (২ নভেম্বর) এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

'বঙ্গবন্ধু দর্শন, সমবায় উন্নয়ন' এ প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১০টায় উপজেলা প্রাঙ্গণে পতাকা উত্তোলন করে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।

এরপর উপজেলা প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান।

এরপর সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে ও বরায়া উত্তরভাগ যুবকল্যাণ সমবায় সমিতির সভাপতি আশফাক আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা খায়রুল আমিন, সমবায় কর্মকর্তা জামাল মিয়া, উপজেলা কৃষক লীগের সভাপতি ইসমাইল হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ, সাংবাদিক ইউনুস চৌধুরী, সমবায়ী নুরুল ইসলাম, রিয়াজ উদ্দিন, শাহজাহান আহমদ টিপু, জামাল উদ্দিন, ইব্রাহীম আলী, রহমত আলী, জুনেল আহমদ, জিল্লুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের শেষে ২০১৮ সালের শ্রেষ্ঠ সমবায় ও সমবায়ী হিসেবে দ্বিতীয় ক্যাটাগরিতে ৫টি সমিতিকে ক্রেস্ট প্রদান করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত