বড়লেখা প্রতিনিধি

০৩ নভেম্বর, ২০১৯ ১৮:৫২

বড়লেখায় অন্নকূট উৎসব

মৌলভীবাজারের বড়লেখায় অন্নকূট উৎসব উদযাপন করা হয়েছে। শনিবার ভোর সাড়ে চারটায় মঙ্গল আরতির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

শনিবার (২ নভেম্বর) উপজেলার হাটবন্দে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ এই উৎসবের আয়োজন করে।

দিনভর নানা ধর্মীয় অনুষ্ঠান হয়েছে। এরমধ্যে ছিল গিরি গোবর্দ্ধন পূজা, গো-পূজা, অন্নকূট, দীপদান ও সন্ন্যাসী সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘের সভাপতি শ্রীপাদ সদাশ্রয় দাসধিকারী। প্রধান অতিথি ছিলেন শ্রী শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ।

অনকূট উৎসবে ২৫১ রকমের খাবারে মাধ্যমে দেবতাদের উদ্দেশ্যে ২৫১টি ভোগ দেওয়া হয়েছে। এছাড়াও দেওয়া হয়েছে আরও ২৫টি রাজভোগ।

আপনার মন্তব্য

আলোচিত