তাহিরপুর প্রতিনিধি

০৩ নভেম্বর, ২০১৯ ২০:৪৩

তাহিরপুরে জেলহত্যা দিবস পালিত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যুব লীগের উদ্যোগে জেলহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (৩ নভেম্বর) বিকেল ৫ টায় তাহিরপুর পূর্ববাজারে তাহিরপুর উপজেলা যুব লীগের আহ্বায়ক হাফিজ উদ্দিনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা নাজমুল হুদা সংগ্রামের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক করুণা সিন্ধু চৌধুরী বাবুল।

এ ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ সভাপতি আলী মর্তূজা, সহ সভাপতি নুরুল আমিন সোহেল, উপদেষ্টা মণ্ডলীর সদস্য সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ আইন বিষয়ক সম্পাদক ইউনুছ আলী, দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উপজেলা যুব লীগের যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন রিপন, যুব লীগ নেতা প্রদীপ দাস, সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি সাজিদ মিয়া, সাধারণ সম্পাদক আবু শামা, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার প্রমুখ।
 
প্রধান অতিথির বক্তব্যে করুণা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগকে নতুন করে ঢেলে সাজাতে চান। সে লক্ষ্যে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে কাজে লাগাতে হবে। আগামী নেতৃত্বে সৎ যোগ্য কর্মীবান্ধব নেতাদের হাতে দায়িত্ব তুলে দিতে হবে। তাহলেই বঙ্গবন্ধু সোনার বাংলা গঠনের স্বপ্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়িত হবে।’

সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা জালাল উদ্দিন ও গীতা পাঠ করেন মনধীর রায়।

আপনার মন্তব্য

আলোচিত