ছাতক প্রতিনিধি

০৭ নভেম্বর, ২০১৯ ১৯:৩৭

ছাতকে সংঘর্ষের ঘটনায় আটক ৪

সুনামগঞ্জের ছাতকে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার (৬ নভেম্বর) রাতে সংঘর্ষে জড়িত থাকা সন্দেহে তাদেরকে আটক করা হয়।

এছাড়া বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন্নবীসহ পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

আটককৃতরা হলেন, দিঘলী কালীদাসপাড়ার জিয়াউল হকের পুত্র সাহেদ আলম(২৭), সুবোধ পালের পুত্র সজীব পাল(১৮), সুভাষ পাল(২২) ও সৈলেন ঘোষের পুত্র নির্মল ঘোষ (২১)।

আটকের সত্যতা নিশ্চিত করে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, সংঘর্ষে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

এদিকে ঘটনায় পর থেকেই দিঘলী ও শিবনগর গ্রামে বিরাজ করছে পুলিশ আতংক। অন্যদিকে সংঘর্ষে শিবনগর গ্রামের ইয়াকুব আলীর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে দিঘলী গ্রাম প্রায় পুরুষ শূন্য হয়ে পড়ে।

প্রসঙ্গত, গতকাল বুধবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার দিঘলী ও শিবনগর গ্রামবাসীর দফায়-দফায় সংঘর্ষের ঘটনায় ব্যবসায়ী, পথচারীসহ দুই শতাধিক ব্যক্তি আহত ও ইয়াকুব আলী (৩০) নামের এক ব্যক্তি নিহত হন। 

আপনার মন্তব্য

আলোচিত