জৈন্তাপুর প্রতিনিধি

০৭ নভেম্বর, ২০১৯ ২০:২২

পরিবহন আইন বাস্তবায়নে জৈন্তাপুরে ট্রাফিক সচেতনতা মূলক সভা

জৈন্তাপুর উপজেলায় সড়ক পরিবহন আইন কার্যকর করার লক্ষ্যে সচেতনতা মূলক কর্মসূচি পালন উপলক্ষে জৈন্তাপুর মডেল থানার আয়োজনে গণ সচেতনতা মূলক এক পথ সভা জৈন্তাপুর ষ্টেশন বাজারে অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বৃহস্পতিবার দুপুর ১২টায় ট্রাফিক বিভাগ, জেলা পুলিশ সিলেটের আয়োজনে ট্রাফিক সচেতনতামূলক সভায় বক্তব্য দেন কানাইঘাট সার্কেল সিনিয়র এ.এস.পি মো. আব্দুল করিম, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বনিক, জৈন্তাপুর মডেল থানার পুলিশ ইনপেক্টার ইন্দ্রনীল ভট্টাচার্য রাজন, জৈন্তাপুর ট্রফিকের টি.আই সরিকুল ইসলাম, ট্রাফিক সার্জেন্ট সফিকুজ্জামান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর ষ্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি আব্দুর রহমান, জৈন্তাপুর ট্রাক চালক আ লিক কমিটির সভাপতি নুরু মিয়া।

কানাইঘাট সার্কেল সিনিয়র এ.এসপি মো. আব্দুল করিম বলেন, নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নের জন্য ১লা নভেম্বর হতে সচেতনতা মূলক প্রচার প্রচারণা করে আসছি। আমরা চাই না কোন ব্যক্তি বা চালক ভাইদের অহেতুক হয়রানী করতে। আপনারা যাহাতে আইনকে শ্রদ্ধা রেখে সড়ক পরিবহন আইনের নীতিমালা মেনে চলে গাড়ী পরিচালনা করবেন। আইনকে অমান্য করে গাড়ী পরিচালনা করলে নতুন আইনের বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

আপনার মন্তব্য

আলোচিত